মায়ের নির্দেশ তোর চোখগুলো খুলে নিয়ে আসা: কাদের মির্জাকে ভাগ্নে মঞ্জু

মাহবুবুর রশীদ মঞ্জু। ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু বলেছেন, বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার চোখগুলো খুলে নিতে তার মা নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে তিনি এ কথা বলেন।

মাহবুবুর রশীদ মঞ্জু বলেন, ‘৪৮ ঘণ্টার অবরোধের সময় শেষ হয়েছে। কাদের মির্জা ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে আমরা অবরোধ ডেকেছিলাম। কিন্তু প্রশাসন কাদের মির্জাসহ তার কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করেনি। তাই এই অবরোধ সর্বাত্মকভাবে আজ রাত ১২টা পর্যন্ত চালিয়ে যাবেন। যদি আজ রাত ১২টার মধ্যে এটার সুরাহা না হয়, তাহলে এখানে আরও কঠিন থেকে কঠিন কর্মসূচি দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনের মুখে এই অপশক্তি ভেসে যাবে।’

কাদের মির্জাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শিবিরের সাতটা ছেলেকে আপনার নেতৃত্বে খুন করা হয়েছে। অথচ আপনি বলেন, শিবিরের ছেলেরা ভালো। তাহলে খুন করিয়েছেন কেন?’

কাদের মির্জার ছোট ভাই শাহদাতের বিষয়ে মঞ্জু বলেন, ‘আপনার ছোট ভাই শাহদাত সালিশ বাণিজ্য করে ওই এলাকার হাজার হাজার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে।   আপনি অন্যকে ভূমি দস্যু বলেন, আপনার ভাইয়ের ১০০ একর ভূমি কোথা থেকে এলো। তার তো কিছুই ছিল না।’

‘ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলি, আমার মায়ের নির্দেশ হলো তোর চোখগুলো খুলে নিয়ে আসা,’ যোগ করেন মঞ্জু।

মামা কাদের মির্জা সম্পর্কে মঞ্জু বলেন, ‘তুই আমাদের কোনো আত্মীয় নয়। তোকে ওই খাতা থেকে বাদ দেওয়া হয়েছে। তোর মতো বিকৃত রুচির মানুষ আমাদের আত্মীয় হতে পারে না।’

এ সময় সেতুমন্ত্রীকে উদ্দেশ্য করে মঞ্জু বলেন, ‘ভাইয়ের প্রতি এতো দরদ হলে তাকে পাগলা গারদ বা কোথাও নিয়ে আটকান। নয়তো মানুষ পিটিয়ে মেরে ফেললে এটার দায়-দায়িত্ব কেউ নেব না।’

মাহবুবুর রশীদ মঞ্জুকে ফোন করা হলে তিনি লাইভের বিষয়টি স্বীকার করে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হ্যাঁ, আমি বলেছি।’

গত শনিবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ও সেতুমন্ত্রীর ভাগনে মাহবুবুর রশিদ মঞ্জু নিজের ফেসবুকে লাইভে এসে কোম্পানীগঞ্জে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ডাক দেন।

কাদের মির্জার নেতৃত্বে আওয়ামী লীগ নেতা বাদলের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে এই অবরোধ ডাকা হয়।

বাদলের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

 

আরও পড়ুন:

কোম্পানীগঞ্জে অবরোধের ঘোষণা দিলেন কাদের মির্জা

কোম্পানীগঞ্জে পুলিশের সঙ্গে বাদলের অনুসারীদের সংঘর্ষ, আহত ১৫

কোম্পানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের ওপর হামলা

হত্যা-গুম-হামলার আশঙ্কায় সংসদ সদস্য একরামসহ ৯৬ জনের বিরুদ্ধে কাদের মির্জার জিডি

অস্ত্র তাক করে রেখেছে, আমাকে মেরে ফেলতে পারে: কাদের মির্জা

ডেইলি স্টারকে যা বললেন ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা

অনেক বিপদে আছি, চাপে আছি, রাতে আমার ঘুম হয় না: কাদের মির্জা

প্রধানমন্ত্রী আমাকে শান্ত থাকতে বলেছেন, তাই শান্ত আছি: কাদের মির্জা

আল্লাহর গজব পড়বে, আমি ঈমানদার: কাদের মির্জা

আমরা যাকে মন্ত্রী বানিয়েছি সেই মন্ত্রীর কাজ কী: কাদের মির্জা

আপনার মন্ত্রণালয়ের সব খবর জানি, সব বলে দেব: ওবায়দুল কাদেরের উদ্দেশে কাদের মির্জা

Comments

The Daily Star  | English

50% of bank directors to be independent

The interim government is set to amend the Bank Company Act by reducing the board members from a single family, the BB governor tells The Daily Star

12h ago