লালমনিরহাট

বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপরে তিস্তার পানি

লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আজ বৃহস্পতিবার বিকাল থেকে পানি বৃদ্ধি পেয়ে রাত ১০টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি: সংগৃহীত

লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আজ বৃহস্পতিবার বিকাল থেকে পানি বৃদ্ধি পেয়ে রাত ১০টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাত আটটার দিকে এখানে নদীর বিপৎসীমা ৫২ মিটার ৬০ সেন্টিমিটারের ১৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

আজ বৃহস্পতিবার রাতে তিস্তা ব্যারেজের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে তিস্তার পানি বাড়ছে। উজান থেকে পানি এসে পানির চাপ বেড়ে যাওয়ায় ব্যারেজের ৪৪টি গেটের সবগুলোই খুলে দিতে হয়েছে।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করায় মাইকিং করে নদীপাড়ের মানুষদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

নদীপাড়ের এলাকাগুলোতে পানি প্রবেশ করেছে। বাড়ি-ঘরে পানি উঠতে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তিস্তা পাড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে তিস্তা পাড়ের কৃষক নুরুল ইসলাম (৬৫) দ্য ডেইলি স্টারকে বলেন, পাউবোর মাইকিং শুনে তারা পরিবারের লোকজনসহ গবাদি পশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রাতেই নিরাপদ স্থানে চলে এসেছেন।

Comments