অক্ষয়ের ‘বেল বটম’ সিনেমার মুক্তি ১৩ আগস্ট পর্যন্ত পিছিয়ে যেতে পারে

অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

অক্ষয় কুমার অভিনীত ‘বেল বটম’ সিনেমার মুক্তির তারিখ আরও একবার পিছিয়ে দিতে পারেন নির্মাতারা। কারণ ভারতের কিছু রাজ্যে নতুন করে আবারও লকডাউন ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে, চলতি মাসের শেষেও প্রেক্ষাগৃহ খোলার কোনো সম্ভাবনা দেশছেন না এই সিনেমা সংশ্লিষ্টরা।

গত ১৫ ই জুন প্রযোজক ভাশু ভাগনানির পূজা এন্টারটেইনমেন্ট আগামী ২৭ জুলাই সিনেমাটি মুক্তির দিন ঘোষণা করেছিল।

তবে, গুঞ্জন আছে সিনেমাটি জুলাই নয় আগস্টেও প্রেক্ষাগৃহে মুক্তি নাও পেতে পারে।

আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে।

আগস্টের মাঝামাঝিতে মুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে রাজস্থানের শীর্ষস্থানীয় পরিবেশক এবং মাল্টিপ্লেক্সের মালিক রাজ বনসাল টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমি মনে করি- ২৭ জুলাইয়ের মধ্যে সিনেমা হলগুলো পুরোপুরি খুলবে না। তাই আগামী ১৩ আগস্ট ‘বেল বটম’ মুক্তির সম্ভাবনা আছে।’

এ বিষয়ে প্রযোজক ভাশু ভাগনানির মন্তব্য জানা না গেলেও ইউনিটের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এখনো প্রেক্ষাগৃহ না খোলায় ‘বেল বটম’ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। নির্মাতারা এখন সিনেমাটি মুক্তির যে তারিখ ঠিক করবেন ওটিটিতে মুক্তির তারিখও সেই অনুযায়ী ঠিক করা হবে।

‘বেল বটম’ রণজিৎ তেওয়ারি পরিচালিত একটি স্পাই থ্রিলার সিনেমা। এতে অভিনয় করেছেন- অক্ষয় কুমার, হুমা কুরেশী, লারা দত্ত এবং বাণী কাপুর।

Comments

The Daily Star  | English
DSCC services collapse amid prolonged protest by Ishraque's supporters

DSCC services collapse amid prolonged protest by Ishraque's supporters

Mosquito control, waste management and Eid cattle market leasing at a standstill

45m ago