তালেবানদের পাকিস্তানের সহায়তার বিষয়টি ‘পুরোপুরি বাজে কথা’: ইমরান খান

তালেবানের পক্ষে আফগান সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে পাকিস্তানি যোদ্ধারা সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে গিয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সেটাকে অস্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, ইমরান খান, পাকিস্তান,
ইমরান খান। রয়টার্স ফাইল ফটো

তালেবানের পক্ষে আফগান সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে পাকিস্তানি যোদ্ধারা সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে গিয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সেটাকে অস্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে পিবিএস নিউজ আওয়ারের উপস্থাপক জুডি উডরাফকে ইমরান খান বলেন, 'এটা পুরোপুরি বাজে কথা'।

তিনি বলেন, 'আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ‍যুদ্ধের ফলে পাকিস্তানকে ভয়াবহ রকমের ভুগতে হয়েছে।'

তাই, বিদ্রোহ দমনমূলক অভিযান বা গোয়েন্দা তৎপরতা চালাতে তার সরকার যুক্তরাষ্ট্রকে পাকিস্তানে কোনো ধরনের ঘাঁটি করতে দেবে না বলেও জানান তিনি।

ইমরান আরও বলেন, 'আমাদের দেশের মধ্যে সন্ত্রাদবাদ ও সীমান্তের মধ্যে আরও বেশি যুদ্ধ চালানোর মতো ক্ষমতা নেই।'

যখন সন্ত্রাসের বিরুদ্ধ যুদ্ধ (ওয়ার অন টেরর) চলছিল, তখন পাকিস্তান সেখানে যোগ দেয় উল্লেখ করে ইমরান খান বলেন, 'এরপর সারাদেশে আত্মঘাতী বোমা হামলা শুরু হয়। দেশের অর্থনীতি, পর্যটন খাত ধসে পড়ে। সুতরাং আমরা আর কোনো সংঘাতের অংশ হতে চাই না।'

'আফগানিস্তানে যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে তালেবানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে প্ররোচনা দিয়েছে পাকিস্তান। এর ফলে 'সমন্বিত সরকারের' মাধ্যমে আফগানিস্তানে সবচেয়ে ভালো রাজনৈতিক সমাধান এসেছে', দাবি করেন ইমরান খান।

তিনি আরও বলেন, 'সামরিকভাবে বিষয়টা সমাধানে ব্যর্থ হওয়ার পর, এটাই সবচেয়ে ভালো সমাধান।'

Comments

The Daily Star  | English

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

51m ago