সংক্রমণের ঝুঁকি নিয়ে কাজে ফিরছে লাখো পোশাককর্মী

একদিকে বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আর অন্যদিকে রপ্তানিমুখী কারখানাগুলো আবারও চালু হয়েছে।

একদিকে বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আর অন্যদিকে রপ্তানিমুখী কারখানাগুলো আবারও চালু হয়েছে।

সাভারের হেমায়েতপুরের বিভিন্ন পোশাক-কারখানায় শ্রমিকদের মাস্ক না পরেই কাজে যোগ দিতে দেখা যায়। কারখানার পক্ষ থেকে স্বাস্থ্য নির্দেশিকা মানার কিংবা পালন করার কোন উদ্যোগও চোখে পড়েনি।

দেখুন স্টার নিউজবাইটসে।

Comments

The Daily Star  | English

Taka to trade more freely by next month

Bangladesh will introduce a crawling peg system by next month to make the exchange rate more flexible and improve the foreign currency reserves, a key prescription from the International Monetary Fund.

12h ago