করোনাভাইরাস

বিশ্বে মৃত্যু ৪২ লাখ ৩৪ হাজার, শনাক্ত ১৯ কোটি ৮৮ লাখের বেশি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৪২ লাখ ৩৪ হাজার মানুষ। একইসঙ্গে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ৮৮ লাখের বেশি।
ছবি: রয়টার্স ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৪২ লাখ ৩৪ হাজার মানুষ। একইসঙ্গে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ৮৮ লাখের বেশি।

আজ মঙ্গলবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ১৯ কোটি ৮৮ লাখ ২৩ হাজার ১৪২ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪২ লাখ ৩৪ হাজার ১৫৪ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৫১ লাখ ২৪ হাজার ১০১ জন এবং মারা গেছেন ছয় লাখ ১৩ হাজার ৬৬০ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৯৫৮ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ২৪ হাজার ৭৭৩ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৫০১ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৫৭ হাজার ২২৩ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৪১৪ কোটি ৫২ লাখ ২৪ হাজার ৪৮৯ ডোজ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ হাজার ১৬২ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জন।

Comments

The Daily Star  | English

Sundarbans fire doused after nearly three days: forest official

Firefighters today doused the fire that broke out at Chandpai range of East Sundarbans in Bagerhat on May 3

1h ago