মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয় জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।
Corona.jpg
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয় জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।

আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, করোনায় মারা যাওয়া ছয় জনের মধ্যে তিন জনের বাড়ি ময়মনসিংহে। বাকি তিন জন কিশোরগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১১ জনই ময়মনসিংহের বাসিন্দা। দুই জনের বাড়ি জামালপুর, একজন নেত্রকোণা ও একজনের বাড়ি টাঙ্গাইল জেলায়।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন। হাসপাতালে মোট ভর্তি আছেন ৫৮০ জন। এর মধ্যে ২২ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৬৩টি নমুনা পরীক্ষা করে ৩১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ। এ নিয়ে জেলায় মোট ১৬ হাজার ৬৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৩০ জন।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank dissolves National Bank board

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

2h ago