বহির্বিশ্বের সঙ্গে তালেবানের ‘যোগসূত্র’ হবে কাতার

বহির্বিশ্বের সঙ্গে তালেবানের ‘যোগসূত্র’ হিসেবে কাতার কাজ করবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তালেবান কর্মকর্তারা।
ছবি: সংগৃহীত

বহির্বিশ্বের সঙ্গে তালেবানের 'যোগসূত্র' হিসেবে কাতার কাজ করবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তালেবান কর্মকর্তারা।

গতকাল সোমবার আফগান সংবাদমাধ্যম টোলো নিউজে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলা হয়, গত রোববার কাতারের পররাষ্ট্রমন্ত্রী কাবুলে আসার পর সোমবার তালেবান কর্মকর্তারা বলেন, বহির্বিশ্বের সঙ্গে তালেবানের সম্পর্ক ঘনিষ্ঠ করতে প্রতিশ্রুতিবদ্ধ কাতার।

তারা আরও বলেন, তালেবান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে 'সংযোগ' তৈরিতে কাজ করবে কাতার।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি কাবুলে তালেবান ঘোষিত অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দসহ অন্যান্য শীর্ষ তালেবান নেতার সঙ্গে দেখা করেন।

তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য সাঈদ খোস্তি বলেন, ''দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে কাতার 'যোগসূত্র' হিসেবে কাজ করবে।'

কাতারের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলেশনের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গেও দেখা করেন।

আবদুল্লাহ টুইটারে জানান, আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এই আলোচনার মূল বিষয় ছিল।'

কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের পররাষ্ট্রমন্ত্রী তিনটি বিষয়ে আলোচনা করতে কাবুলে আসেন। সেগুলো হচ্ছে— অন্যান্য দেশের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক, আফগানিস্তানের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে না দেওয়া এবং আফগান সরকারে অন্য রাজনীতিকদের অংশগ্রহণ।

তবে, তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Sundarbans fire doused after nearly three days: forest official

Firefighters today doused the fire that broke out at Chandpai range of East Sundarbans in Bagerhat on May 3

12m ago