বিয়ে বাড়িতে ছবি তোলা নিয়ে সংঘর্ষ, আহত ২৪

কুমিল্লার হোমনায় বিয়ে বাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে গত ৩ দিন ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ২৪ জন আহত হয়েছেন।
Comilla Map
স্টার অনলাইন গ্রাফিক্স

কুমিল্লার হোমনায় বিয়ে বাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে গত ৩ দিন ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ২৪ জন আহত হয়েছেন।

আজ রোববার হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল কায়েস আকন্দ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেন, 'গত বৃহস্পতিবার রাতে বড় ঘারমোড়া একটি বিয়ে বাড়িতে হুজুরকান্দি গ্রামের কয়েকজন ছেলে ছবি তুললে ঐ গ্রামের লোকজন তাকে বাধা দেয়। এ ঘটনার জের ধরে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে গত শনিবার হুজুরকান্দি গ্রামের বাসিন্দারা এক জনকে মারধর করে। এ ঘটনায় থানায় একটি মামলায় হয়েছে। এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।'

ওই ঘটনাকে কেন্দ্র করে আজ রোববার উপজেলার ঘারমোড়া বাজারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন।

বড় ঘারমোড়া গ্রামের মো. আউয়াল মিয়া বলেন, 'বৃহস্পতিবার হুজুর কান্দি গ্রামের কয়েকজন বখাটে ছেলে আমাদের বাড়িতে এসে মেয়েদের ছবি তোলে। ওইসব ছবি ডিলিট করা নিয়ে কথা কাটাকাটি হয়। গতকাল শনিবার বাজারে গেলে হুজুরকান্দি গ্রামের লোকজন আমাদের গ্রামের বাসিন্দা মো. সাব মিয়া নামের এক মুরুব্বীকে মারধর করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।'

'আজকে সকালে হুজুরকান্দি গ্রামের লোকজন ইয়ারগানসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের গ্রামের লোকজনের ওপর হামলা করে। তাদের গুলিতে দুইজনসহ মোট ১৫ জন আহত হয়েছেন,' বলেন তিনি।

অন্যদিকে হুজুর কান্দি গ্রামের গোলাম মোস্তফা বলেন, 'ছেলেপেলেদের মধ্যে সমস্যার ঘটনা আমরা মিটমাট করার জন্য চেষ্টা করছিলাম এই সময় বড় ঘারমোড়া গ্রামের লোকজন আমাদের গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ১০-১২ জন আহত হয়েছেন। কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। তাদের ইটের আঘাতে আমাদের লোকজন আহত হয়েছেন।'

এ প্রসঙ্গে ঘারমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃহস্পতিবার বিয়ে বাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে ছেলেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে গত শনিবার এক জনকে মারধরের ঘটনা ঘটলে থানায় মামলা হয়, এক জনকে গ্রেপ্তার করা হয়। আজকে বিষয়টি মিটমাট করার জন্য বসার কথা ছিল। কিন্তু এর মধ্যেই  হুজুরকান্দি ও বড় ঘারমোড়া গ্রামবাসী আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় থানায় খবর দিলে পুলিশ এসে নিয়ন্ত্রণ করেছে।'

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ৩ দিনের সংঘর্ষে রাজিব মিয়া, শাহ আলম, আলী আকবর, সাব মিয়া শুভ ও মোমেন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Taka to trade more freely by next month

Bangladesh will introduce a crawling peg system by next month to make the exchange rate more flexible and improve the foreign currency reserves, a key prescription from the International Monetary Fund.

5h ago