পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রার জামিন

পর্নোগ্রাফি মামলায় মুম্বাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত সোমবার ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে জামিন দিয়েছেন। মোবাইল অ্যাপ্লিকেশনে পর্নোগ্রাফিক চলচ্চিত্র তৈরি ও প্রকাশের অভিযোগে গত জুলাই মাসে তাকে গ্রেপ্তার করা হয়। কিছু শর্তসহ ৫০,০০০ টাকার জামানতে তাকে জামিন দেওয়া হয়েছে।
রাজ কুন্দ্রা। ছবি: সংগৃহীত

পর্নোগ্রাফি মামলায় মুম্বাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত সোমবার ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে জামিন দিয়েছেন। মোবাইল অ্যাপ্লিকেশনে পর্নোগ্রাফিক চলচ্চিত্র তৈরি ও প্রকাশের অভিযোগে গত জুলাই মাসে তাকে গ্রেপ্তার করা হয়। কিছু শর্তসহ ৫০,০০০ টাকার জামানতে তাকে জামিন দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই মামলায় মুম্বাই পুলিশের সম্পূরক অভিযোগপত্রে তাকে অভিযুক্ত হিসাবে নাম দেওয়ার পরে কুন্দ্রা গত সপ্তাহে নতুন করে জামিনের আবেদন করেছিলেন।

কুন্দ্রা আইনজীবী প্রশান্ত পাতিলের মাধ্যমে দায়ের করা আবেদনে জমা দিয়েছিলেন এবং সেখানে বলা হয়েছিল, কোনো অকাট্য প্রমাণ ছাড়াই তাকে 'বলির পাঁঠা' করা হচ্ছে এবং তার বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ায় তাকে মুক্তি দেওয়া উচিত।

কুন্দ্রার আবেদনে আরও বলা হয়েছিল, এরআগে, মামলায় গ্রেপ্তার হওয়া অন্যান্য আসামিদের জামিন দেওয়া হয়েছে। তাই সমতার ভিত্তিতে তার আবেদন বিবেচনা করা উচিত। এটি আরও বলেছে, পুলিশ মোবাইল অ্যাপ্লিকেশন হটশটস এবং বলিফেমের সঙ্গে তার সংযোগ স্থাপনের কোনো প্রমাণ দেখাতে পারেনি।

গত ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করা হয়েছিল।

মুম্বাই পুলিশ এই আবেদনের বিরোধিতা করে বলেছিল, যদি কুন্দ্রার জামিন মঞ্জুর হয়, তাহলে তিনি প্রমাণের সঙ্গে কারচুপি করতে পারেন এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারেন।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

53m ago