এ সরকারের অধীনেই আগামী নির্বাচন: ত্রাণ প্রতিমন্ত্রী

সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
ছবি: সংগৃহীত

সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

আজ বুধবার তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

ওই উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামে আয়োজিত সমাবেশে প্রতিমন্ত্রী আরও বলেন, 'নির্বাচিত সরকারের অধীনে নির্বাচনের ক্ষেত্রে কারও যদি কোনো দাবি থাকে, সংবিধানের অধ্যাদেশ বাতিল না করে তাদের দাবি মানার কোনো সুযোগ নেই। অতএব, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক ক্ষমতা দেওয়া হবে।'

এ ছাড়া, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তিনি বলেন, 'কোথাও পরিস্থিতি ঘোলাটে হয়নি, বরং সব জায়গায় সুষ্ঠুভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক রেখে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার সক্ষমতা আওয়ামী লীগ সরকারের রয়েছে।'

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, বিদ্যাকুট ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খোকাসহ অনেকে উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank dissolves National Bank board

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

3h ago