রংপুরে মাদক চোরাকারবারির ছুরিকাঘাতে আহত এএসআইয়ের মৃত্যু

রংপুরে মাদক চোরাকারবারির ছুরিকাঘাতে আহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পেয়ারুল ইসলাম মারা গেছেন। আজ শনিবার সকাল সোয়া ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফিয়ারুল ইসলাম। ছবি: সংগৃহীত

রংপুরে মাদক চোরাকারবারির ছুরিকাঘাতে আহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফিয়ারুল ইসলাম মারা গেছেন। আজ শনিবার সকাল সোয়া ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফিয়ারুল ইসলাম রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় কর্মরত ছিলেন।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই মাদক চোরাকারবারি পলাশকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে কাউনিয়া উপজেলার হারাগাছের সাহেবগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক চোরাকারবারি পলাশকে আটক করতে অভিযানে যান এএসআই ফিয়ারুল ইসলাম। আটকের সময় ওই মাদক চোরাকারবারি একটি চাকু দিয়ে পেয়ারুলের বুকে আঘাত করে।

এতে এএসআই ফিয়ারুল গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারের পর পেয়ারুলকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

1h ago