১৭ বছরেও ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন না হওয়ায় হাইকোর্টের বিরক্তি

১৭ বছরেও ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন না হওয়ায় সরকারের ব্যর্থতা নিয়ে বিরক্তি ও হতাশা প্রকাশ করেছে হাইকোর্ট।
স্টার ফাইল ফটো

১৭ বছরেও ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন না হওয়ায় সরকারের ব্যর্থতা নিয়ে বিরক্তি ও হতাশা প্রকাশ করেছে হাইকোর্ট।

আজ রোববার ডেমরার এলাকায় অবস্থিত চার কাঠা জমি নিয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের দুটি রায় ও সিদ্ধান্তের বৈধতা নিয়ে মো. আশরারুল আজিমসহ ১০ জনের করা রিটের শুনানিতে আদালত অসন্তোষ জানায়।

আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিটের ওপর শুনানি হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে হাইকোর্ট বলেন, 'আইন প্রণয়নের পর ১৭ বছরেও আপিল ট্রাইব্যুনাল গঠন করতে পারেননি। কিন্তু কেন? ভূমি মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলেন। কী পদক্ষেপ নিয়েছেন, জানান। ব্যবস্থা না নেওয়া হয়ে থাকলে প্রয়োজনে সচিবকে ডেকে আনা হবে।'

এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার বলেন, ২০১৩ সালে আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন।

আদালত বলেন, 'গ্রামারের কথা এই আদালতে বলবেন না।'

রিট আবেদনকারীদের পক্ষের আইনজীবী নসীব কায়সার দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাইকোর্ট ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছে এবং সেটি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে।'

উল্লেখ্য, ২০০৪ সালের সংশোধিত রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ২ ধারায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও ল্যান্ড সার্ভে আপিলের ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে। ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল না থাকায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের রায়, ডিক্রি ও আদেশে সংক্ষুব্ধ বিচারপ্রার্থী উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন।

২০১৯ সালের ২৫ জুলাই হাইকোর্ট এক রায়ে অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন করে আদালতকে অবহিত করতে ভূমিসচিবকে নির্দেশ দেন।

Comments

The Daily Star  | English
Bangladesh to loosen interest rate on IMF prescription

Bangladesh to loosen interest rate on IMF prescription

However, the BB governor did not announce when Bangladesh Bank would introduce the flexible interest rate and exchange rate.

5h ago