বৃহস্পতির গ্রহাণু পর্যবেক্ষণে পৃথিবী ছাড়ল মহাকাশযান ‘লুসি’

গ্রহরাজ বৃহস্পতির গ্রহাণুগুলোর উদ্দেশে একটি মহাকাশযান পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের মহকাশ গবেষণা কেন্দ্র নাসা। সৌরশক্তি চালিত প্রথম মহাকাশযান লুসি ১২ বছরের মিশনে বৃহস্পতির ট্রোজান গ্রহাণুগুলোর তথ্য সংগ্রহ করবে।
শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে অ্যাটলাস ভি রকেটে করে লুসি উৎক্ষেপিত হয়। ছবি: রয়টার্স

গ্রহরাজ বৃহস্পতির গ্রহাণুগুলোর উদ্দেশে একটি মহাকাশযান পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের মহকাশ গবেষণা কেন্দ্র নাসা। সৌরশক্তি চালিত প্রথম মহাকাশযান লুসি ১২ বছরের মিশনে বৃহস্পতির ট্রোজান গ্রহাণুগুলোর তথ্য সংগ্রহ করবে।

বার্তাসংস্থা এপি জানায়, শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে অ্যাটলাস ভি রকেটে করে লুসি উৎক্ষেপিত হয়।

এ মিশনে বৃহস্পতির মোট ৮টি গ্রহাণুকে পর্যবেক্ষণ করা হবে।

নাসার সায়েন্স মিশনের অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর টমাস জারবুশেন সাংবাদিকদের বলেন, 'গ্রহাণুগুলোর প্রত্যেকটি সৃষ্টির প্রাচীনতম নমুনা। প্রত্যেকটির মধ্যে আছে সৌরজগতের, আমাদের আদিম গল্প।

২০২৫ সালে লুসি প্রথম মুখোমুখি হবে গ্রহাণু ডোনাল্ড জোহানসনের সঙ্গে। এর অবস্থান মঙ্গল ও বৃহস্পতির মাঝামাঝি।

২০২৭ থেকে ২০৩ সালের মধ্যে এটি বাকি ৭টি ট্রোজান গ্রহাণুর তথ্য সংগ্রহ করবে।

Comments

The Daily Star  | English

Bangladesh to loosen interest rate on IMF prescription

However, the BB governor did not announce when Bangladesh Bank would introduce the flexible interest rate and exchange rate.

2h ago