পদ্মায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২২ জেলের জেল-জরিমানা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে ২৫ জন জেলেকে আটক করে ১৯ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, দুইজনকে এক মাসের কারাদণ্ড ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় মুন্সিগঞ্জের ২২ জেলেকে জেল-জরিমানা করা হয়েছে। জব্দ করা হয় ২০ কেজি মাছ। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে ২৫ জন জেলেকে আটক করে ১৯ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, দুইজনকে এক মাসের কারাদণ্ড ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৩ জেলের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার রাত ১২টা থেকে সকাল ১০ টা পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়।

লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদ অভিযান পরিচালনা করেন।

লৌহজংয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ জানান, অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২০ কেজি মা ইলিশ ও মাছ শিকারের দুইটি নৌকা জব্দ করা হয়েছে। অভিযান শেষে জব্দকৃত জাল পুড়িয়ে দেওয়া হয়েছে। জব্দকৃত মাছ একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

32m ago