প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে সংসদীয় কমিটির ক্ষোভ

প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, সময় বাড়ানো এবং প্রকল্পের ব্যয় বৃদ্ধিসহ উন্নয়ন প্রকল্পে বিভিন্ন অনিয়মের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
সংসদ ভবন
ফাইল ফটো

প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, সময় বাড়ানো এবং প্রকল্পের ব্যয় বৃদ্ধিসহ উন্নয়ন প্রকল্পে বিভিন্ন অনিয়মের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও গোপালগঞ্জ জোন এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের চলমান প্রকল্প নিয়ে আলোচনা হয়।

প্রকল্পে অনিয়মের বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়কে প্রশ্ন করে কমিটি। বেশিরভাগ ক্ষেত্রেই মন্ত্রণালয় কোনো সদুত্তর দিতে পারেনি।

পরে সংসদীয় কমিটির পক্ষ থেকে আগামী ১ মাসের মধ্যে সার্বিক বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয় মন্ত্রণালয়কে।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি আব্দুস শহীদ বলেন, 'আমরা সড়ক বিভাগের ৪টি জোন নিয়ে আলোচনা করেছি। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শেষ হয়নি। ওই কাজ কবে শেষ হবে সেটাও তারা জানাতে পারেনি।'

'আমাদের অনেক প্রশ্নের তারা সন্তোষজনক জবাব দিতে পারেনি। কোথায় কী অনিয়ম বা সমস্যা হয়েছে, তার বিষয়ে আমরা ১ মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছি,' যোগ করেন তিনি।

আপনারা ক্ষোভ প্রকাশ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'উনারা শিক্ষিত মানুষ। আমরা তাদের অশ্রাব্য ভাষায় কিছু বলিনি। তবে এটা বলেছি যে আপনারা মেধা কাজে লাগিয়ে তামাশা করছেন।'

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'বৈঠকে সড়কের ঢাকা জোনের অসমাপ্ত ৯টি প্রকল্পের সময় বৃদ্ধির কারণ ও ব্যাখ্যাসহ প্রতিবেদন কমিটির কাছে পাঠানোর সুপারিশ করা হয়।

ঢাকা-খুলনা মহাসড়কের যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে মাওয়া পর্যন্ত এবং পাচ্চর-ভাঙ্গা প্রকল্পের কাজ শেষ না হওয়ার কারণ তদন্ত করে প্রতিবেদন পাঠানোর সুপারিশ করা হয়।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank dissolves National Bank board

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

1h ago