নোয়াখালীতে পূজামণ্ডপে হামলা ও ভাঙচুর, আরও ৮ জন রিমান্ডে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে পূজামণ্ডপ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় আরও ৮ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে পূজামণ্ডপ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় আরও ৮ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী সোনিয়া আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এই ৮ জন হলেন- ইলিয়াস ও মনির হোসেন হৃদয়ের ৪ দিন, নূর মোহাম্মদের ২ দিন, বেলাল হোসেন সুমনের ১ দিন, বেলাল হোসেনের ৩ দিন, হুমায়ন কবির, সুজন ও কামাল হোসেনের ২ দিন করে।

আজ বিকেলে নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, গত ১৫ অক্টোবর বেগমগঞ্জের চৌমুহনীর বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তার ৮ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান পাঠান। শুনানি শেষে আদালত বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে  তাদের রিমান্ড মঞ্জুর করেন। ওই ৮ জনকে বেগমগঞ্জ থানায় নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank dissolves National Bank board

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

2h ago