বিশ্বের এভিয়েশন ও পর্যটন শিল্পের ধরণ পাল্টে যাচ্ছে: পর্যটন প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এম মাহবুব আলী বলেছেন, ডিজিটাল বিপ্লব বা চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে বিশ্বের এভিয়েশন ও পর্যটন শিল্পের ধরণ পাল্টে যাচ্ছে ।
ছবি: ফাইল ফটো

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এম মাহবুব আলী বলেছেন, ডিজিটাল বিপ্লব বা চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে বিশ্বের এভিয়েশন ও পর্যটন শিল্পের ধরণ পাল্টে যাচ্ছে ।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, ইন্টারনেট অব থিংস, ভার্চুয়াল রিয়েলিটি, ও অন্যান্য প্রযুক্তি এই শিল্পের বিকাশে দারুণভাবে সহায়কের ভূমিকা পালন করছে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে আয়োজিত 'চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে। 

প্রতিমন্ত্রী বলেন, 'তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে পর্যটকদের ধরণ-ধারণে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। এখন প্রযুক্তির কল্যাণে সারা বিশ্ব তাদের হাতের মুঠোয়। এখন তারা মোবাইলে কিংবা কম্পিউটারে ট্র্যাভেল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে পর্যটন গন্তব্য, আকর্ষণীয় স্থান, হোটেলের মান এবং ভ্রমণ আয়োজন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্যতাসহ সবকিছু জেনে নিতে পারছে, বিভিন্ন প্যাকেজ পছন্দ করে বুকিং দিতে পারছে, সার্ভিস ফিডব্যাক দিতে পারছে। এয়ারলাইন্সের টিকিট এখন মানুষ ঘরে বসেই কিনতে পারছে, অনলাইনে বোর্ডিং সম্পন্ন করতে পারছে। আকাশপথ ও বিমানবন্দর ব্যবস্থাপনায়ও আসছে নানা প্রযুক্তিগত পরিবর্তন।'

প্রতিমন্ত্রী আরও বলেন, 'মানবসভ্যতা ইতিহাসে এখন পর্যন্ত ৩টি শিল্পবিপ্লবের অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছে। এক-একটি শিল্পবিপ্লব পাল্টে দিয়েছে সারা বিশ্বের শিল্প উৎপাদন, বাজার ও ব্যবসার  গতিপথ, পাল্টে দিয়েছে মানবসভ্যতার ইতিহাস ও মানুষের জীবনাচরণ। আগের ৩টি বিপ্লবকে ছাড়িয়ে যাবে ডিজিটাল বিপ্লব তথা চতুর্থ শিল্প বিপ্লব।'

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং কি-নোট উপস্থাপন করেন এটুআই এর পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী।

Comments

The Daily Star  | English

Bangladesh to loosen interest rate on IMF prescription

However, the BB governor did not announce when Bangladesh Bank would introduce the flexible interest rate and exchange rate.

2h ago