পিরোজপুরে ২ লঞ্চের প্রতিযোগিতায় ট্রলার ডুবি, নিহত ১

পিরোজপুরের ভান্ডারিয়ার পোনা নদীতে ঢাকামুখী ২টি লঞ্চের প্রতিযোগিতায় গাছের চারাবোঝাই একটি ট্রলারে ধাক্কা লেগে ডুবে গেছে। এতে ট্রলারে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ জন।
পিরোজপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

পিরোজপুরের ভান্ডারিয়ার পোনা নদীতে ঢাকামুখী ২টি লঞ্চের প্রতিযোগিতায় গাছের চারাবোঝাই একটি ট্রলারে ধাক্কা লেগে ডুবে গেছে। এতে ট্রলারে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ জন।

নিহত আব্দুর রশিদ (৬৫) পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা গ্রামের বাসিন্দ।

আজ রোববার বিকেলে উপজেলার পোনা ও কঁচা নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুমুর রহমান বিশ্বাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। রোববার রাতে জেলার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে চিকিৎসাধীন অবস্থায় রশিদ মারা যান। আহত ৪ জনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য ৩ জন ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ট্রলারে থাকা ব্যক্তিরা জানান, পাশ্ববর্তী ঝালকাঠির কাঠালিয়া উপজেলা থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারাবোঝাই করে পোনা নদী দিয়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় ভান্ডারিয়া লঞ্চ টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি টিপু-১২ এবং এমভি ফারহান-১০ নদীর মধ্যে পাল্লা দিয়ে চলছিল। লঞ্চ দুইটি পোনা ও কঁচা নদীর মোহনায় পৌছার পর এমভি টিপু-১২ গাছের চারা বোঝাই ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি নদীতে ডুবে যায় এবং ট্রলারে থাকা ব্যক্তিরা আহত হন। এরপর তারা সাঁতরে ওপরে ওঠেন।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank dissolves National Bank board

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

1h ago