শাহজালালে মালয়েশিয়ান উড়োজাহাজে বোমার খবরে তল্লাশি, সতর্কতা

উড়োহাজাজের ভেতরে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়লে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করে।

উড়োহাজাজের ভেতরে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়লে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করে।

বুধবার রাত ৯টা ৪০ মিনিটে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ বিষয়ে গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে বলেছেন, 'আমরা বিমানটিতে এবং বিমানে থাকা প্রত্যেক যাত্রীকে তল্লাশি করছি। এখন পর্যন্ত বিমানের ভেতরে বোমা বা বোমার মতো কোনো বস্তু পাইনি। অনুসন্ধান প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।'

বিমানবন্দরের সূত্রে জানা গেছে, বিমানবন্দরে ফায়ার সার্ভিসের, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও বিমান বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বিমানবন্দরের একজন নিরাপত্তাকর্মী দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, এমএইচ-১৯৬ ফ্লাইটে থাকা ১৩৫ জন যাত্রীকে বিমান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এ ছাড়া, বিমানটিকে বিমানবন্দরের বঙ্গবন্ধু ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিমানবন্দরের নিরাপত্তা বিশেষজ্ঞরা এখনো ওই বিমানের যাত্রীদের লাগেজ তল্লাশি করছেন। 

এ ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর হজরত শাহজালাল বিমান বন্দরের কার্যক্রম আবার স্বাভাবিক হয়।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

1h ago