মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি  মো. আবদুল হামিদ। 
ডা. মো. মুরাদ হাসান। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি  মো. আবদুল হামিদ। 

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. মুরাদ হাসান-এর পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।'

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, 'এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।'

এর আগে, মঙ্গলবার মুরাদ হাসান তার কার্যালয়ে ইমেইলে পদত্যাগপত্র জমা দেন। তখন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, 'প্রতিমন্ত্রী মহোদয় ইমেইলে পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র মন্ত্রীপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।'

মঙ্গলবারের মধ্যে ডা. মুরাদ হাসানকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে গতকাল নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় তাকে এ নির্দেশ দেওয়া হয়েছিল।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank dissolves National Bank board

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

1h ago