চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ মাছ ব্যবসায়ীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকায় ঈশ্বরদীগামী লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ৩ মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
ছবি: স্টার

চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকায় ঈশ্বরদীগামী লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ৩ মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল পৌনে ৯টার এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর মহল্লার মৃত গরীবুল্লাহর ছেলে ফুলচাঁন (৫৫), একই এলাকার রইস উদ্দিনের ছেলে সেহের আলী (৪৪) ও সদর উপজেলার কেন্দুল গ্রামের মানিক চাঁদের ছেলে নাইমুল ইসলাম (৩৫)। তারা সবাই মাছ ব্যবসায়ী।

চাঁপাইনবাবগঞ্জ দমকল বাহিনীর উপসহকারী পরিচালক ছাবের আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'যারা মারা গেছেন তারা শহরের নিউমার্কেটে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। আজ সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ঈশ্বরদীগামী লোকাল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন ছেড়ে যায়।'

'ট্রেনটি আলীনগর রেল ক্রসিং এলাকায় পৌঁছলে একটি হিউম্যানহলার ডানদিকে ঘোরার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন মারা যান।'

'সংবাদ পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেন। মরদেহগুলো জিআরপি পুলিশের হেফাজতে রয়েছে,' যোগ করেন তিনি।

'রেলক্রসিংটিকে অরক্ষিত' হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, 'এখানে কোনো গার্ড থাকেন না। অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।'

চাঁপাইনবাবগঞ্জ স্টেশনমাস্টার শহীদুল আলম ডেইলি স্টারকে বলেন, 'স্টেশন থেকে প্রায় পৌনে ১ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে।'

Comments

The Daily Star  | English

Sundarbans fire doused after nearly three days: forest official

Firefighters today doused the fire that broke out at Chandpai range of East Sundarbans in Bagerhat on May 3

23m ago