প্রথম নারী বিচারপতি পেল পাকিস্তানের সুপ্রিম কোর্ট

পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। যদিও বিচারপতি মনোনয়ন প্রক্রিয়া স্বচ্ছ ছিল না বলে অভিযোগ উঠেছে।
ছবি: সিএনএন থেকে নেওয়া

পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। যদিও বিচারপতি মনোনয়ন প্রক্রিয়া স্বচ্ছ ছিল না বলে অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিচারপতি আয়েশা মালিককে (৫৫) একটি কমিশনের মাধ্যমে নির্বাচিত করার পর গতকাল তিনি শপথ নেন। নিয়ম মেনে তার শপথ অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। প্রধান বিচারপতি গুলজার আহমাদ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান টুইটারে বলেন, 'সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হওয়ায় আয়েশা মালিককে অভিনন্দন। তার প্রতি আমার দোয়া ও শুভ কামনা রইলো।'

প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর ৯ সদস্যের কমিটি আয়েশা মালিকের পদন্নোতি আটকে দিয়েছিল। এ বছর ৫-৪ ভোটে তার পদায়নের বিষয়টি অনুমোদন পায়।

আইনজীবীদের কয়েকটি সংগঠন এই নিয়োগের বিরোধিতা করে বলেছে, নিম্ন আদালতের ৩ জ্যেষ্ঠ বিচারককে পাশ কাটিয়ে আয়েশা মালিকে পদোন্নতি দেওয়া হয়েছে। সংগঠনগুলো বিচারকদের পদোন্নতির বিষয়ে নিরপেক্ষ মানদণ্ড অনুসরণের আহ্বানও জানিয়েছে।

Comments

The Daily Star  | English

Sundarbans fire doused after nearly three days: forest official

Firefighters today doused the fire that broke out at Chandpai range of East Sundarbans in Bagerhat on May 3

1h ago