রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকিংহাম প্যালেস বিষয়টি নিশ্চিত করেছে।
প্যারাডাইস পেপার কেলেঙ্কারিতে ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথ
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। এপি ফাইল ছবি

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকিংহাম প্যালেস বিষয়টি নিশ্চিত করেছে।

রোববার এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস বলেছে, রানি এলিজাবেথের 'হালকা ঠান্ডাজনিত' উপসর্গ রয়েছে। তিনি প্রাসাদ থেকে সামনের দিনগুলোতে দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।

বিবিসি জানায়, রানির উত্তরসূরি তার বড় ছেলে প্রিন্স অব ওয়েলস চার্লস গত সপ্তাহে করোনা আক্রান্ত হন। ৯৫ বছর বয়সী রানি তার সংস্পর্শে এসেছিলেন। ধারণা করা হয়, রানীর প্রাসাদ উইন্ডসর ক্যাসেলে আরও বেশ কয়েকজনের করোনা শনাক্ত হয়েছে।

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, কোভিড থেকে আমি সবার পক্ষ থেকে রানির দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করি তিনি আবার দ্রুত সুস্বাস্থ্যে ফিরবেন।

ব্রিটিশ রাজতন্ত্রের সবচেয়ে বেশি সময় শীর্ষ পদে আছেন বর্তমান রানী দ্বিতীয় এলিজাবেথ। গত ৬ ফেব্রুয়ারি তার রাজ্যাভিষেকের ৭০ বছর পূর্তি হয়েছে।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank dissolves National Bank board

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

3h ago