আমার ভেতরে কুসুম বসবাস করছে: জয়া আহসান

কলকাতার একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পুতুল নাচের ইতিকথা' অবলম্বনে সিনেমাটিতে কুসুম চরিত্রে অভিনয় করছেন তিনি। এর শুটিং শেষে 'কালান্তর' নামের একটি সিনেমার শুটিং শুরু করবেন। ভারত থেকে টেলিফোনে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তিনি।

দ্য ডেইলি স্টার: 'পুতুল নাচের ইতিকথা'র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন নিশ্চয়ই?

জয়া আহসান। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

জয়া আহসান: মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। এতে অভিনয় করছি কুসুম চরিত্রে। সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় এতে আরও অভিনয় করছেন পরমব্রত, আবীর, হারুণ প্রমুখ। এর মধ্যেই ৫০ ভাগ শুটিং শেষ করেছি। পুরোদমে শুটিং চলছে। খুব ভালো পরিবেশে শুটিং হচ্ছে। টানা কয়েকদিন শুটিং করব।

ডেইলি স্টার: উপন্যাসের কুসুম হয়ে উঠতে কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে?

জয়া আহসান: কুসুম চরিত্রের জন্য আমাকে নতুন গেটআপ নিতে হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায় তার সময়ের সমাজের কথা বলেছেন উপন্যাসটিতে। সেই সময়কে তুলে ধরা হয়েছে। সেই সমাজকে তুলে ধরা হয়েছে। সাহিত্য নির্ভর কাজ মানেই নতুন চ্যালেঞ্জ নতুন ভালো লাগা। এটা আমার ভেতরেও কাজ করেছে। ভালো একটি সিনেমার জন্য এবং ভালো একটি চরিত্রের জন্য চ্যালেঞ্জ নিতে সব সময় আগ্রহী। আমার বিশ্বাস একটি ভালো সিনেমা হবে।

জয়া আহসান। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

ডেইলি স্টার: পরিচালক ও সহশিল্পীদের নিয়ে বলুন।

জয়া আহসান: সুমন মুখোপাধ্যায় একজন সুনির্মাতা। বেশ কয়েকটি ভালো সিনেমা পরিচালনা করেছেন। সহশিল্পীরাও অনেক ভালো ভালো সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। পরিচালক যেভাবে অভিনয় করতে বলছেন, সেভাবেই কাজটি করছি। ভালো একজন পরিচালকের সিনেমায় অভিনয় করে বাড়তি আনন্দ পাচ্ছি। সহশিল্পীরা অনেক পজিটিভ। তাদের সঙ্গে অভিনয় করেও ভালো লাগছে।

ডেইলি স্টার: কুসুম চরিত্রটি নিয়ে বলুন?

জয়া আহসান: কুসুম ২৩ বছরের এক তরুণীর যে কিনা রহস্যময় এক চরিত্র। কুসুমের চরিত্রে আছে খামখেয়ালিপনা এবং খাপছাড়া একটা স্বভাব।

জয়া আহসান। ছবি: সংগৃহীত

ডেইলি স্টার: কতদিন আগে প্রথমবার উপন্যাসটি পড়েছিলেন?

জয়া আহসান: উপন্যাসটি পড়েছিলাম অনেক আগে। স্কুলজীবনে। কখনো ভাবিনি বহু বছর আগে পড়া ভালো লাগার উপন্যাস নিয়ে সিনেমায় অভিনয় করব। সত্যি কথা বলতে, আমি এখন পুরোপুরি কুসুম। আমার ভেতরে কুসুম বসবাস করছে। কিছুদিন পর কুসুম ছেড়ে কালান্তর সিনেমার শুটিং শুরু করব।

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

13h ago