‘রুশ রণতরীতে হামলায় ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়েছিল যুক্তরাষ্ট্র’
কৃষ্ণ সাগরে রাশিয়ার প্রধান রণতরী 'মস্কভা'য় সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইউক্রেনীয় সেনাদের তথ্য দিয়ে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র।
আজ শুক্রবার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণ সাগরে 'মস্কভা'য় হামলার আগে এর সঠিক অবস্থান সম্পর্কে সুনিশ্চিত হতে ইউক্রেনীয় সেনারা তাদের মার্কিন সহযোগীদের কাছে জানতে চাইলে তারা সে সম্পর্কে তথ্য দেয়।
এতে আরও বলা হয়, সেই যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র আগেভাগে কিছু জানতো কিনা সে বিষয়ে স্পষ্ট জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্র হামলার সিদ্ধান্তে জড়িত ছিল না বলে জানায় সূত্র।
গত ১৪ এপ্রিল ইউক্রেনের ২টি ক্ষেপণাস্ত্র হামলার পর যুদ্ধজাহাজটি ডুবে যায়।
এর আগে, মার্কিন সংবাদমাধ্যম এনবিসি'র জানায়, রুশ সেনাবাহিনীকে প্রতিরোধ করতে বাইডেন প্রশাসন ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
তবে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়ে ওয়াশিংটনে মতবিরোধ আছে।
সিএনএন'র প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনে রুশ বাহিনীর গতিবিধি সম্পর্কে যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে কিয়েভকে গোয়েন্দা তথ্য দিয়ে আসছে। পাশাপাশি কৃষ্ণ সাগরে রুশ রণতরী থেকে সম্ভাব্য হামলার তথ্যও ইউক্রেনীয় সেনাদের দিয়েছে যুক্তরাষ্ট্র।
কিন্তু ইউক্রেনকে কতটুকু তথ্য দেওয়া হবে সে বিষয়েও যুক্তরাষ্ট্রের পরিষ্কার দিক-নির্দেশনা আছে।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদরদপ্তর পেন্টাগনের প্রেস-সচিব জন কিরবি গণমাধ্যমকে বলেন, 'যুদ্ধক্ষেত্রে জ্যেষ্ঠ রুশ সেনা কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে আমরা কোনো গোয়েন্দা তথ্য কাউকে দিইনি। ইউক্রেন নিজস্ব তথ্যের পাশাপাশি আমাদের ও মিত্রদের কাছ থেকে যেসব তথ্য পায় সেগুলো পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নেয়।'
Comments