শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট নিয়ে ভাষণ দেবেন রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পঞ্চম দিনে রনিল বিক্রমাসিংহে আজ সোমবার জাতির কাছে দেশটির অর্থনৈতিক সংকটের কারণ ও তা থেকে উত্তরণের উপায় তুলে ধরবেন।
রনিল বিক্রমাসিংহে। ছবি: রয়টার্স ফাইল ফটো

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পঞ্চম দিনে রনিল বিক্রমাসিংহে আজ সোমবার জাতির কাছে দেশটির অর্থনৈতিক সংকটের কারণ ও তা থেকে উত্তরণের উপায় তুলে ধরবেন।

গতকাল রোববার দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক সংকটের ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি নতুন প্রধানমন্ত্রী নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার বিষয়ে ইতোমধ্যে যেসব উদ্যোগ নিয়েছেন তাও তুলে ধরবেন।

গতকাল রাতে টুইটার বার্তায় রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, 'এখনো অনেক কিছু করার বাকি। আমরা গুরুত্বানুসারে যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করছি। গত ৪৮ ঘণ্টায় বেশ কিছু কাজ করা হয়েছে। দেশের অর্থনৈতিক সংকটের পুরো ব্যাখ্যা আমি আপনাদের কাছে দেব।'

জ্বালানি তেলের প্রসঙ্গে টুইটারে তিনি বলেন, 'ব্যাংকগুলোয় ডলারের অভাবের কারণে আমরা প্রয়োজনীয় তহবিল সংগ্রহের অন্যান্য উপায় খুঁজে বের করছি। আগামী কয়েক সপ্তাহের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা চলছে।'

এলপি গ্যাসের প্রসঙ্গে তিনি বলেন, 'সরকার এক কনসাইনমেন্ট (চালান) এলপি গ্যাস জোগাড় করেছে। যত দ্রুত সম্ভব তা দেশে এনে বিতরণ করা হবে।'

ওষুধ, খাদ্যসামগ্রী ও সার প্রসঙ্গে নতুন প্রধানমন্ত্রী বলেন, 'বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে বৈঠক করেছি। তারা নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার বিষয়ে সহযোগিতা করবে বলে জানিয়েছে।'

সংবিধান সংশোধের বিষয়ে রনিল বিক্রমাসিংহে বলেন, 'অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক আছে। বিষয়টি নিয়ে আলোচনা হবে। তারপর, তা অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে তোলা হবে।'

Comments

The Daily Star  | English
Onion import from India

India lifts ban on onion export

Minimum Export Price would be US$ 550 per tonne

38m ago