ইউক্রেন যুদ্ধে কমপক্ষে ২৩ সাংবাদিক নিহত
রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে কমপক্ষে ২৩ সাংবাদিক নিহত হয়েছেন।
ইউক্রেনের সাংবাদিক ইউনিয়নের বরাত দিয়ে সম্প্রতি ভয়েস অব আমেরিকা এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনিয়ান ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টের সদস্য সার্জিয় টমিলেনকোর অভিযোগ, রুশ দখলদার বাহিনী সরাসরি মিডিয়াকর্মীদের টার্গেট করেছে। তারা সাংবাদিকদের গাড়িতে গুলি করে তাদের হত্যা করেছে এবং তাদের সবকিছু লুট করে নিয়ে গেছে।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট সংগঠনের কার্লোস মার্টিনেজ ডি লা সেরনা গণমাধ্যমকে বলেন, 'সাংবাদিকরা মূলত তাদের দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন। আমরা পরিষ্কারভাবে বলতে পারি ৭ সাংবাদিক দায়িত্বরত অবস্থায় নিহত হয়েছেন।'
সাংবাদিকরা শুরু থেকেই যুদ্ধের তথ্য জানাতে ঝুঁকি নিয়ে ইউক্রেনে দায়িত্ব পালন করছেন।
ইউক্রেনের ডিজিটাল সম্প্রচারমাধ্যম 'হরোমাডস্কি'র সাংবাদিক আনাসটাসিয়া স্টানকো বলেছেন, 'নিহত সাংবাদিকরা জনগণের নিরাপত্তার বিষয়ে তথ্য জানানোর কাজ করছিলেন। এখনো সাংবাদিকরা ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন।'
Comments