ডেঙ্গু ঝুঁকিতে রাজধানীবাসী, সিটি করপোরেশন কতটা প্রস্তুত?

প্রতিবছর বর্ষা মৌসুম এলেই সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। ফলে, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। এ বছর বর্ষা মৌসুমের আগেই স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীর এডিস মশার প্রজনন নিয়ে একটি সমীক্ষা করে। গত ২৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত পরিচালিত ওই সমীক্ষায় উঠে এসেছে, গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গুর ঝুঁকি অনেক বেশি।

কেন দিন দিন ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে?

ডেঙ্গু মোকাবিলায় ঢাকার ২ সিটি করপোরেশন কতটা প্রস্তুত? যদি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যায়, তাহলে সেই পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলো কতখানি প্রস্তুত?

Comments

The Daily Star  | English

Jatiya Party HQ set afire, vandalised

The Jatiya Party headquarters at the capital’s Kakrail was set on fire and vandalised last night by a group of people who claimed themselves to be “anti-fascist students, workers, and masses”.

18m ago