ভারত থেকে পালিয়ে কক্সবাজার ক্যাম্পে আসা ৩ রোহিঙ্গা আটক

ভারত থেকে পালিয়ে আসা ৩ রোহিঙ্গা। ছবি: সংগৃহীত

ভারতের জম্মু কাশ্মীর থেকে পালিয়ে এসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশকালে ১ নারীসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

টেকনাফের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ১৪/ডি ব্লক থেকে গতকাল বুধবার রাতে তাদের আটক করা হয়।

কক্সবাজার জেলার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'রোহিঙ্গা নারী তৈয়বা বেগম (৩৬) ও তার দুই ছেলে নুর সালাম (১৮) ও সলিমুল্লাহ(২০) জম্মু কাশ্মীর থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তৈয়বা তার ২ ছেলেকে নিয়ে কয়েকবছর আগে মিয়ানমার থেকে ভারতে চলে যান।

তিনি জানান, তৈয়বার স্বামী মোহাম্মদ রফিক ২০১৭ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন।

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, 'আটক ৩ জনকে ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে।'

ক্যাম্প ইনচার্জ কার্যালয় সূত্র জানায়, আটক ৩ জনকে কুতুপালং ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদের ভাসানচরে পাঠানো হবে।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago