হাওর ভ্রমণে না যাওয়ার পরামর্শ

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে টানা বৃষ্টি ও নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে সড়কসহ শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা।

এ ছাড়াও নদনদী, পর্যটন স্পষ্টগুলোও পানিতে কানায় কানায় পরিপূর্ণ হওয়ায় সতর্কতা জারি করা হয়েছে। আজ শুক্রবার তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির এই সতর্কতা জারি করেন।।

তিনি বলেন, 'উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও অতি বৃষ্টির ফলে তাহিরপুর উপজেলার প্রতিটি নদ-নদী, হাওর ও খাল-বিল কানায়-কানায় পানিতে পূর্ণ। বর্তমানে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে এবং এ সময় নদী ও হাওরের পানিতে প্রচুর ঢেউ হচ্ছে যা চলাচলকারী নৌকাগুলোর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। পাশাপাশি ব্যাপক বজ্রপাত সংঘটিত হচ্ছে। ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় নদী বা হাওরে ভ্রমণ হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাকে বিশেষ করে পর্যটকগণকে অনুরোধ করা হলো।'

লাইফ জ্যাকেটসহ অন্যান্য নিরাপত্তামূলক সামগ্রী সঙ্গে রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, 'ভালো আবহাওয়ার ক্ষেত্রেও নদী ও হাওরে ভ্রমণের সময় প্রত্যেক পর্যটককে সতর্কতা অবলম্বন করতে হবে। পর্যটকবাহী প্রতিটি নৌকাকে সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।'

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

3h ago