যুদ্ধাপরাধের দায়ে ইউক্রেনে রুশ সেনার যাবজ্জীবন কারাদণ্ড

ভাদিম শিশিমারিন নামের এক রুশ সেনাকে যুদ্ধাপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইউক্রেনের কিয়েভের আদালত।
রাশিয়া ইউক্রেন
রুশ সেনা সদস্য ভাদিম শিশিমারিন। ছবি: সংগৃহীত

ভাদিম শিশিমারিন নামের এক রুশ সেনাকে যুদ্ধাপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইউক্রেনের কিয়েভের আদালত।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর ২১ বছর বয়সী শিশিমারিনই প্রথম রুশ সেনা, যাকে যুদ্ধাপরাধের দায়ে সাজা দেওয়া হলো।

আজ সোমবার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আদালতের আদেশে বলা হয়, 'ভাদিম শিশিমারিনকে ইউক্রেনের ফৌজদারি কোডের ধারা ৪৩৮ এর পার্ট ২ এর অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি দণ্ডাদেশ ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন।'

এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ বলেছেন, ক্রেমলিন রুশ সেনা ভাদিম শিশিমারিনের বিষয়ে 'উদ্বিগ্ন' এবং তারা শিশিমারিনকে সহায়তা করার উপায় খুঁজবে।

তিনি সাংবাদিকদের বলেন, 'অবশ্যই, আমরা আমাদের নাগরিকের ভাগ্য নিয়ে উদ্বিগ্ন। আমাদের তার স্বার্থরক্ষা করার অনেক সুযোগ নেই, কারণ বিদেশি কোনো প্রতিষ্ঠানের আসলে কোনো কার্যকলাপ নেই কিয়েভে। কিন্তু এর মানে এই নয় যে, আমরা অন্যান্য চ্যানেলের মাধ্যমে চেষ্টা করার সম্ভাবনার কথা বিবেচনা করব না।'

তবে এই অন্যান্য 'চ্যানেল' কী হতে পারে, তা স্পষ্ট করেননি তিনি।

Comments