জুনে মুক্তির অপেক্ষায় ৬ সিনেমা

ঈদুল ফিতরে ৪ সিনেমা মুক্তি পেয়েছিল। তার মধ্যে ২টি সিনেমা কিছুটা ব্যবসাসফল হয়েছে। এই দুই সিনেমার মাধ্যমে কিছুটা হলেও দর্শক হলে ফিরেছে বলে মনে করছেন সিনেমা-সংশ্লিষ্টরা। সেই ধারাবাহিকতায় আগামী জুন মাসে ৬টি সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। 

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সৌমেন রায় বাবু দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের এখানে সিনেমা মুক্তির তালিকায় আগামী জুন মাসে এখন পর্যন্ত ৬টি সিনেমা মুক্তির আবেদন করা হয়েছে।'

সেই তালিকায় ৩ জুন প্রথম শুক্রবার মুক্তির জন্য আবেদন করেছে 'ভাইয়া রে' ও 'আগামীকাল'। ১০ জুন মুক্তির জন্য আবেদন করেছে 'হৃদয় মাঝারে তুমি' ও 'বিক্ষোভ'। 

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার অভিনয় শিল্পীরা। ছবি: সংগৃহীত

অঞ্জন আইচ পরিচালিত 'আগামীকাল'। সিনেমাটিতে অভিনয় করেছেন ইমন, জাকিয়া বারী মম, সূচনা আজাদ, আশীষ খন্দকার, শতাব্দী ওয়াদুদ, ফারুক আহমেদ, সুজাত শিমুল, টুটুল চৌধুরী ও সাবেরি আলমসহ অনেকে। 

শামীম আহমেদ রনি পরিচালিত সড়ক আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত 'বিক্ষোভ' সিনেমায় কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন শান্ত খান। 

রকিবুল আলম রকিব পরিচালিত সিনেমা 'ভাইয়া রে'। এই সিনেমায় অভিনয় করেছেন রাসেল মিয়া, এলিনা শাম্মি, সিমান্ত আহমেদ, মিঠু, শবনম পারভিনসহ অনেকেই। 

এ ছাড়া ১৭ জুন মুক্তির জন্য আবেদন করেছে 'অমানুষ' ও 'তালাশ' সিনেমা দুটি।
 
অনন্য মামুন পরিচালিত 'অমানুষ' সিনেমায় প্রথমবারের মতো চলচ্চিত্র নায়িকা হয়ে বড় পর্দায় আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। সিনেমায় তার বিপরীতে থাকছেন নিরব। এ ছাড়া এই ছবিতে অভিনয় করবেন রাশেদ মামুন অপু, নওশাবা প্রমুখ।

সৈকত নাসির পরিচালিত 'তালাশ' সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলি ও আজাদ আদরসহ অনেকেই।

 
 

Comments