পৌর চেয়ারম্যানকে ভুঁড়ি কমাতে বললেন মুখ্যমন্ত্রী মমতা

মমতা ব্যানার্জি ও সুরেশ কুমার আগরওয়াল। ছবি: ইউটিউব থেকে নেওয়া

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্থানীয় তৃণমূল নেতা এবং পুরুলিয়া জেলার ঝালদা পৌরসভার চেয়ারম্যান সুরেশ কুমার আগরওয়ালকে ভুঁড়ি কমানোর পরামর্শ দিয়েছেন।

গতকাল সোমবার এক প্রশাসনিক পর্যালোচনা সভায় সুরেশের উদ্দেশে মমতা বলেন, 'আপনার এমন ভুঁড়ি হলো কী করে? যেভাবে এটি বাড়ছে, আপনার অবশ্যই হার্ট ব্লক হতে পারে।'

৬২ বছর বয়সী সুরেশ আগরওয়াল মুখ্যমন্ত্রীকে বলেন, তার ওজন প্রায় ১২৫ কেজি এবং তিনি প্রচুর 'পাকোড়া' খান।

তবে তিনি দাবি করেন যে তিনি শারীরিকভাবে ফিট এবং তারা কোনো অসুস্থতা নেই।

প্রতিদিন তিনি প্রায় দেড় ঘণ্টা ব্যায়াম করেন বলেও জানান।

তিনি বলেন, 'দিদি আমি প্রতিদিন প্রায় দেড় ঘণ্টা ব্যায়াম করি। কিন্তু আমি পাকোড়া খেতে পছন্দ করি। আমি একদম ঠিক আছি, আমার ডায়াবেটিস নেই, ব্লাড প্রেসারের কোনো সমস্যা নেই এবং কোনো ওষুধ খাওয়ার দরকার পড়ে না।'

আগরওয়াল নিজেকে সুস্থ প্রমাণ করতে মমতার সামনে 'প্রানায়াম' যোগব্যায়াম করে দেখান।

মুখ্যমন্ত্রী মমতা হাসি দিয়ে তাকে পাকোড়া খাওয়া বন্ধ করার পরামর্শ দেন।

মমতা ও আগরওয়ালের এই কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

4h ago