বাংলামোটরে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর হাতিরঝিল থানাধীন বাংলামোটর এলাকায় ওয়েলকাম পরিবহনের বাসের ধাক্কায় কোরবান আলী হোসেন (৩৫) নামে মোটরসাইকেলে থাকা এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন হোসেন।

তিনি বলেন, 'সকালে বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে অফিসে যাওয়ার সময় সোনারগাঁও হোটেলের পশ্চিম পাশের সড়কে আসলে ওয়েলকাম পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।'

নিহত কোরবান আলী লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চড় সেকেন্দার গ্রামের মৃত সিদ্দিক উল্লার সন্তান। বর্তমানে পরিবার নিয়ে তিনি সাভার এলাকায় থাকতেন। তিনি রাজারবাগে পুলিশ টেলিকম ভবনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

এসআই সুমন হোসেন আরও বলেন, 'ঘটনার পরপরই বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে '

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

2h ago