হবিগঞ্জ

আগুনে পুড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

হবিগঞ্জ শহরতলীর ২ নম্বর পুল এলাকায় শোবার ঘরে আগুনে পুড়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা।
আগুনে পুড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
রুবেল আহমেদ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জ শহরতলীর ২ নম্বর পুল এলাকায় শোবার ঘরে আগুনে পুড়ে রুবেল আহমেদ নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা।

আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। 

রুবেল সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। তিনি হবিগঞ্জ ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।

হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মী অতীন্দ্র কুমার দ্য ডেইলি স্টারকে জানান, বৈদ্যুতিক শট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এতে রুবেল আহমেদের পুরো শরীর পুড়ে যায়। আধাপাকা টিনসেড ঘরটি পুরোপুরি পুড়ে গেছে।

রুবেলের প্রতিবেশী আহমেদ ফয়েজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'রুবেল ২ নম্বর পুল এলাকার সিরাজ মিয়ার বাসার একটি কক্ষে ভাড়া থাকতেন। মঙ্গলবার ভোর ৬টায় কক্ষটিতে আগুন লাগলে তার শরীরের শতভাগ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পাশের কক্ষে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা গিয়ে তার মরদেহ দেখতে পান।'

ওসি গোলাম মর্তুজা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 

Comments