৮৬ ঘণ্টা পর নিভলো বিএম ডিপোর আগুন

bm_container1.jpg
ছবি: এফএম মিজানুর রহমান/স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবনপুরে বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন ৮৬ ঘণ্টা পর নিভেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

আজ বুধবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ বীর ইউনিটের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম হিমেল গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে আগুন পুরোপুরি নিভে গেছে। আগুন আর জ্বলছে না। কন্টেইনারে যে গার্মেন্টস পণ্য আছে সেগুলোতে পানি দেওয়াতেই সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। পুরো ডিপো আমরা ঘুরে দেখেছি। আর কোনো মরদেহ পাইনি। কিন্তু আপনারা দেখেছেন একটি শেড এবং অনেক কনটেইনার পুড়ে দুমড়ে মুচড়ে গেছে। ক্রেনের মাধ্যমে সেগুলো আমরা সরাচ্ছি। এর নিচে আর কোথাও কিছু আছে কি না তা এখনই বলা সম্ভব নয়।

bm_container3.jpg
ছবি: এফএম মিজানুর রহমান/স্টার

ডিপোতে প্রায় ৪ হাজার ৪০০ কনটেইনার ছিল। প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছি তাতে ৪০০ কন্টেইনার ধ্বংস হয়েছে, বলেন হিমেল।

রোববার সকাল থেকে ডিপোর আগুন নিয়ন্ত্রণে যোগ দেন সেনা সদস্যরা। আগুন লাগার ২৪ ঘণ্টার মধ্যে আগুন বিপদসীমার নিচে এবং ৪৮ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে বলে জানান মো. আরিফুল ইসলাম।

Comments

The Daily Star  | English
Domestic violence killing women in Bangladesh

Domestic violence in Bangladesh: When numbers speak of the silence

When we are informed that 133 women have been killed by their husbands in seven months, it is no longer just a number.

8h ago