পাকিস্তানের কোয়েটায় যাত্রীবাহী ভ্যান খাদে, নিহত অন্তত ২২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।
ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়
ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।

পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে আজ বুধবার একটি যাত্রীবাহী ভ্যান পাহাড়ি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় কোয়েটার কিলা সাইফুল্লাহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

কিলা সাইফুল্লাহ'র ডেপুটি কমিশনার হাফিজ কাসিম কাকার জানিয়েছেন, ১২ জন ঘটনাস্থলেই নিহত হন।

এছাড়াও এ ঘটনায় আহতদের মধ্যে ১০ জন মারা গেছেন।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে নারী ও শিশুসহ একই পরিবারের ১২ জন সদস্য ছিলেন। 

একটি শিশু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে।

'জেলা সদর দপ্তরে জরুরি অবস্থা জারি করা হয়েছে', যোগ করেন তিনি।

 

Comments