ইস্পাত পণ্যের কাঁচামাল আমদানিতে কর ৫ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব
ভৌত অবকাঠামো নির্মাণের অন্যতম উপকরণ গ্যালভানাইজড আয়রন শিট বা স্টিলজাত পণ্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল আমদানিতে কর কমানোর প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।
আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে বাজেট বক্তৃতায় এ প্রস্তাব উপস্থাপন করেন।
প্রস্তাবনায় আয়রন শিট বা স্টিলজাত পণ্য উৎপাদনে ব্যবহৃত এইচআর কয়েল এবং জিংক অ্যালয় জাতীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে করহার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, 'এসব পণ্য উৎপাদনে নিয়োজিত শিল্প প্রতিষ্ঠানকে কর সুবিধা দেওয়া হলে ভৌত অবকাঠামো নির্মাণ ও সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাস্তবায়ন সহজ ও মূল্য সাশ্রয়ী হবে।'
Comments