তাইওয়ান স্বাধীন করার চেষ্টা করলে যুদ্ধ শুরু: যুক্তরাষ্ট্রকে চীন

দ্বীপ অঞ্চল তাইওয়ানে সামরিক তৎপরতা বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্র চীনের সমালোচনা করে আসছে। ছবি: সংগৃহীত

তাইওয়ানকে চীন থেকে আলাদা করে স্বাধীন করার কোনো ধরনের চেষ্টা চালানো হলে বেইজিং সামরিক ব্যবস্থা গ্রহণে দ্বিধা করবে না বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন।  

সিঙ্গাপুরে এশিয়ান নিরাপত্তা সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে আলোচনার সময় চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এ কথা বলেন।

আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'চীন থেকে তাইওয়ানকে বিভক্ত করা হলে চীনা সামরিক বাহিনীর যে কোন মূল্যে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।'

চীনের এক মুখপাত্র ওয়েই ফেংহেকে উদ্ধৃত করে বলেছেন, 'যদি কেউ তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার সাহস দেখায়, তবে চাইনিজ পিপলস লিবারেশন আর্মির  (পিএলএ) যে কোনো মূল্যে লড়াই করা এবং তাইওয়ানের স্বাধীনতা, জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার যে কোনো প্রচেষ্টাকে নস্যাৎ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।'

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন এ সময় বলেন, জোরজবরদস্তি করে উত্তেজনা নিরসনের চেষ্টা চালানো উচিত নয়।

অস্টিন পরে চীনা সামরিক কার্যকলাপকে 'উস্কানিমূলক, অস্থিতিশীল' বলে অভিহিত করেন।

তিনি বলেন, 'তাইওয়ানের কাছে প্রায় প্রতিদিনই রেকর্ড সংখ্যক চীনা বিমান উড়ছে, যা ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে।'

দ্বীপ অঞ্চল তাইওয়ানকে নিজ দেশের অংশ মনে করে চীন। কিন্তু, তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Myanmar solely responsible for creating favourable conditions for Rohingyas’ return: UN

11 Western countries stress lasting solution hinges on peace and stability in Myanmar

23m ago