লন্ডন শহরের বন্যা নিয়ন্ত্রণে বিভার মোতায়েন 

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঘন ঘন বন্যার কবলে পড়তে শুরু করেছে লন্ডনের মতো শহরও। বন্য মোকাবিলায় তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে বিভার নামে এক প্রাণীর। যেটি প্রায় ৪০০ বছর ধরে অতিরিক্ত শিকারের ফলে বিলুপ্তপ্রায়।

ধারালো দাঁতবিশিষ্ট উভচর লোমশ প্রাণী 'বিভার'-এর আছে গাছ কেটে বাঁধ তৈরির ক্ষমতা। এ কারণে ইয়র্কশায়ার জাস্টিন ও স্কটিশ সিগর্নি নামে দুটি প্রজাতির বিভারের প্রজননের ব্যবস্থা করেছে দেশটির কর্তৃপক্ষ।

ছবি: সংগৃহীত

ধারণা করা হচ্ছে, এই দুটি জাতের বিভার খুব দ্রুত প্রজনন করে বনাঞ্চলে বাঁধ তৈরি করবে। যার ফলে পানির প্রবাহ কমে লন্ডন শহরে বন্যা প্রতিরোধে ভূমিকা রাখবে। 

ছবি: সংগৃহীত

প্রশ্ন হচ্ছে, বিভার যদি প্রকৃতির জন্য এতই উপকারী প্রাণী হয়, তাহলে সেগুলো শিকার করা হলো কেন? এর কারণ টানা ৮০ বছর দরে ভ্যানিলা, সৌন্দর্যবর্ধক পণ্য ও হুইস্কি তৈরিতে ব্যাপকভাবে বিভারের কস্তুরী ব্যবহৃত হয়েছে।

ছবি: সংগৃহীত

আশা করা হচ্ছে, বিভার শিকার কমিয়ে সিগর্নি ও জাস্টিন প্রজাতির  পুনঃআবির্ভাবের মাধ্যমে বন্যা সমস্যার কিছুটা সমাধান পাওয়া যাবে। আর লন্ডনও তার পুরোনো জৌলুস ফিরে পাবে।  

রিপলিস বিলিভ ইট অর নট থেকে অনুবাদ করেছেন আসরিফা সুলতানা রিয়া। 
 

Comments

The Daily Star  | English
US tariff impose on India 2025

Trump says US to impose 25% tariff on India from Aug 1

US President Donald Trump said on Wednesday that United States will impose a 25% tariff on goods imported from India starting on August 1

13m ago