সিলেট-সুনামগঞ্জ সড়কে কিছু গাড়ি চলছে

সিলেট-সুনামগঞ্জ সড়কে কিছু কিছু যানবাহন চলতে শুরু করেছে। ছবি: মওদুদ সুজন/স্টার

উজান থেকে আসা ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে গত সপ্তাহে সিলেট, সুনামগঞ্জে বন্যা শুরু হওয়ার পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই দুই জেলা। পানিতে তলিয়ে যায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক।

আজ মঙ্গলবার বন্যার সপ্তম দিনেও পানি দেখা গেছে এই সড়কে। তবে পানি কিছুটা কমে যাওয়ায় গতকাল সোমবার বিকেল থেকে এই সড়ক দিয়ে দুই জেলার মধ্যে কিছু কিছু যানবাহন চলাচল করছে।

বিকেলে সরেজমিনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ইকবালনগর এলাকায় গিয়ে দেখা যায়, সুনামগঞ্জ শহরে ঢোকার আগে সড়কের এই অংশে এখনো হাঁটু পানি আছে।

তবে কিছু পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেট কার চলাচল করছে এ সড়ক দিয়ে।

সিলেট-সুনামগঞ্জ সড়কে মঙ্গলবারও হাটু পানি দেখা গেছে। ছবি: মওদুদ সুজন/স্টার

সুনামগঞ্জ শহরে ঢোকার পথে পুলিশ লাইনস, বাসস্ট্যান্ড এলাকা এখনো পানির নিচে। তবে কিছু এলাকায় রাস্তার পাশে দোকান দেখতে পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে সড়কটিতে পানির স্রোত ছিল। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। গতকাল বিকেল থেকে অল্প অল্প করে যানবাহন চলতে শুরু করে।

সড়কের দুপাশের গ্রামগুলো পানিতে প্লাবিত হওয়ায়, গ্রামবাসীরা গবাদি পশুসহ রাস্তার কাছাকাছি এসে আশ্রয় নিয়েছেন।

তারা জানান, খেয়ে না খেয়ে তারা দিন পার করছেন। কেউ সহায়তা পেয়েছেন, আবার কেউ পাননি বলে জানিয়েছেন।

অনেকে বলছেন, নিজেদের কাছে যা ছিল সে সব দিয়েই কোনো রকম খেয়ে বেঁচে আছেন।

তারা বলছেন, এ সড়কের কাছাকাছি হাওর থাকার কারণে পানি নামতে কতদিন সময় লাগবে তা এখনো অনিশ্চিত।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago