পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শুরু

পদ্মা সেতুর উদ্বোধনী মঞ্চ। ছবি: স্টার

বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা ১৪ মিনিটে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়।

এর আগে, পদ্মা সেতুর উদ্বোধন করতে সকাল ১০টা ৩ মিনিটে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সুধী সমাবেশের মঞ্চে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেসময় সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, সকাল ১০টা ১৪ মিনিটে সূচনা বক্তব্য শুরু করেন মন্ত্রিপরিষদ সচিব। এর আগে ১০টা ১০ মিনিটে একটি থিম সংগীত পরিবেশন করা হয়। সেতু প্রকল্প কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেই সংগীতটি নির্মাণ করেছে। সংগীতটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎসহ দেশবরেণ্য সংগীতশিল্পীরা।
 

Comments

The Daily Star  | English

Hasina’s ICT trial hears survivor’s account of being shot, denied treatment

Survivor claims Hasina ordered 'no release, no treatment' for injured protesters in court

58m ago