পদ্মা সেতুর নাটবল্টু কীভাবে খোলা হলো, জবাব মেলেনি

ছবি: ভিডিও থেকে নেওয়া

পদ্মা সেতুর রেলিংয়ের নাটবল্টু খোলার অভিযোগে গ্রেপ্তার মো. বায়েজিদ কোনো যন্ত্রের সাহায্যে তা খুলেছেন, নাকি হাত দিয়েই খুলেছেন– এমন প্রশ্নের জবাব মেলেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছ থেকে।

গতকাল রোববার বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজিদকে আটক করা হয়। এর আগে সেতুর নাটবল্টু খোলার তার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে।

মালিবাগে সিআইডির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

আটকের পর পুলিশ বাদী হয়ে বায়েজিদের বিরুদ্ধে পদ্মা সেতু (দক্ষিণ) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। মামলায় বায়েজিদ ও তার এক বন্ধুসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।

আজ সোমবার মালিবাগ কার্যালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিআইডি। সেখানে কীভাবে সেতুর নাটবল্টু খোলা হলো- তা নিয়ে সাংবাদিকরা একাধিকবার প্রশ্ন করেন। কিন্তু সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ এই প্রশ্নের জবাব এড়িয়ে যান।

তিনি বলেন, 'সিআইডি বাংলাদেশ পুলিশের একটি অ্যাপেক্স তদন্ত সংস্থা। আমরা ফিনিশড তদন্ত হওয়ার আগেই, নিশ্চিত হওয়ার আগেই এসব তথ্য বলতে পারি না।'

তিনি আরও বলেন, 'কোনো যন্ত্রাংশ ছাড়া শুধু হাত দিয়ে পদ্মা সেতুর নাটবল্টু খোলা সম্ভব নয়। এটি একটি অন্তর্ঘাতমূলক কাজ। যারা পদ্মা সেতুর নাটবল্টু খুলেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।'

সিআইডির ধারণা, সেতুর রেলিংয়ে ইস্পাতের পাতের সংযোগস্থলের নাট খোলা নিছক খেয়ালের ছলে হয়নি। এটি পরিকল্পিত।

এ ব্যাপারে রেজাউল মাসুদ বলেন, 'মামলার তদন্তের ক্ষেত্রে তার (বায়েজিদ) অপরাধমূলক মনোভাব ও পূর্বের কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Why 1971 still casts a shadow in Bangladesh-Pakistan relations

The truth of the 1971 remains buried in denial, distortion, and evasion

2h ago