ভারতের মুম্বাইয়ে দালান ধসে নিহত অন্তত ৩, আহত ১১

ভারতের অর্থনৈতিক ও বিনোদন জগতের রাজধানী হিসেবে বিবেচিত মুম্বাই শহরের এক জরাজীর্ণ দালান ধসে ৩ ব্যক্তি নিহত ও আরও ১১ জন আহত হন।
মুম্বাইয়ে জরাজীর্ণ দালান ধসে ৩ জন নিহত হন। ছবি: এপি
মুম্বাইয়ে জরাজীর্ণ দালান ধসে ৩ জন নিহত হন। ছবি: এপি

ভারতের অর্থনৈতিক ও বিনোদন জগতের রাজধানী হিসেবে বিবেচিত মুম্বাই শহরের এক জরাজীর্ণ দালান ধসে ৩ ব্যক্তি নিহত ও আরও ১১ জন আহত হন।

কর্মকর্তাদের বরাত দিয়ে আজ এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

মুম্বাইর কুরলা এলাকাই সোমবার গভীর রাতে ৪ তলা ভবনটি ধসে পড়ে। প্রশাসন কর্মকর্তা প্রাভিনা মোরাজকারের বরাত দিয়ে ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইর কুরলা এলাকায় অবস্থিত ভবনটিতে আজ উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ পরিষ্কার করে আটকে থাকা ৪ ব্যক্তিতে উদ্ধার করেছেন।

স্থানীয় টিভি চ্যানেলের ভিডিওতে দেখা গেছে, স্থানীয় জনগণ দমকল ও পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধ্বংসাবশেষ সরানো ও উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

ধসে পড়া দালান থেকে একজনকে জীবিত উদ্ধারের পর উদ্ধারকর্মীরা হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করছেন
ধসে পড়া দালান থেকে এক নারীকে জীবিত উদ্ধারের পর উদ্ধারকর্মীরা হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করছেন। ছবি: এপি

মহারাষ্ট্র রাজ্যের পরিবেশ মন্ত্রী আদিত্য থ্যাকারে জানান, এই পুরনো হয়ে যাওয়া দালান থেকে সেখানে বসবাসকারী পরিবারগুলোকে কিছুদিন আগে সরে যেতে বলা হয়, কিন্তু তা সত্ত্বেও তারা সরে যাননি।

ভারতে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষা মৌসুমে দালান ধসে পড়ার ঘটনা প্রচুর ঘটে। নির্মাণ ত্রুটির কারণে প্রবল বর্ষণ হলেই এসব অবকাঠামোর ভিত্তি দুর্বল হয়ে যায় এবং ধসে পড়ার আশঙ্কা দেখা দেয়।

 

Comments