উত্তরা ইপিজেডে ৮৫ লাখ ডলার বিনিয়োগ করবে বাংলাদেশি কোম্পানি

বাংলাদেশি কোম্পানি মেসার্স টেক্সাস ক্লদিং লিমিটেড উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (উত্তরা ইপিজেড)-এ ৮৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি গার্মেন্টস সামগ্রী প্রস্তুত কারখানা স্থাপন করতে যাচ্ছে।

এজন্য আজ বুধবার বেপজা কমপ্লেক্স ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স টেক্সাস ক্লদিং লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসির উপস্থিতিতে বেপজা এবং টেক্সাস ক্লদিং এ চুক্তি স্বাক্ষর করে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং মেসার্স টেক্সাস ক্লদিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফরহাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রতিষ্ঠানটি বার্ষিক ৭০ লাখ পিছ বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী যেমন- ওভেন শার্ট, ডেনিম প্যান্ট, টুইল প্যান্ট, জ্যাকেট এবং ওভেন বটম উৎপাদন করবে। কারখানাটিতে ১ হাজার ৪৫০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর এবং নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন উপস্থিত ছিলেন।   

Comments

The Daily Star  | English
nahid-ctg

NCP attacked in Cox's Bazar for exposing the truth: Nahid

Hasnat says those who ruled Bangladesh in the past planned escape routes abroad

7m ago