‘কোহলি সেঞ্চুরি করল কিনা মানুষ শুধু এটাই দেখে’, দ্রাবিড়ের আক্ষেপ

২০১৯ সালের নভেম্বরে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করেছিলেন কোহলি। এরপর ৩০ ইনিংস ধরে চলছে তার সেঞ্চুরি খরা। তবে এই সময় ছয়বার পেরিয়েছেন ফিফটি। ৭০ ছড়ানো ইনিংস ছিল তিনবার। অল্পের জন্য ফিফটি পাননি আরও ৫ ইনিংসে।
rahul dravid and virat kohli
রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি। ফাইল ছবি

প্রায় আড়াই বছর ধরে বিরাট কোহলির ব্যাটে নেই সেঞ্চুরি। ছন্দ হারিয়ে উলটোরথে চলা বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের অবস্থা নিয়ে একদমই চিন্তিত নন রাহুল দ্রাবিড়। ভারতের প্রধান কোচের মতে সেঞ্চুরি না পেলেও এই সময় ভালো কিছু ইনিংস খেলে দলে অবদান রাখছেন কোহলি।

২০১৯ সালের নভেম্বরে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করেছিলেন কোহলি। এরপর ৩০ ইনিংস ধরে চলছে তার সেঞ্চুরি খরা। তবে এই সময় ছয়বার পেরিয়েছেন ফিফটি। ৭০ ছড়ানো ইনিংস ছিল তিনবার। অল্পের জন্য ফিফটি পাননি আরও ৫ ইনিংসে।

শুক্রবার বার্মিংহামে শুরু হবে ভারত-ইংল্যান্ডের সিরিজ নির্ধারণী পঞ্চম টেস্ট। যে সিরিজের আগের চার টেস্ট হয়েছিল গত বছর। এই টেস্টে নামার আগে দল নিয়ে আলোচনায় সবার আগে কোহলিকে নিয়ে জবাব দিতে হয়েছে দ্রাবিড়কে।

সেঞ্চুরি খরায় থাকা কোহলিকে নিয়ে কথা বলতে গিয়ে দ্রাবিড় এবার হেঁটেছেন অন্যপথে, মনে করিয়ে দিয়েছেন সেঞ্চুরি না পেলেও কোহলি ছন্দে নেই এ কথা বলা যাবে না,  'সব সময় কেবল তিন অঙ্কের ঘরের রানগুলোই নয়, এমনকি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে কঠিন কন্ডিশনে ৭০+ (৭৯) রানের ইনিংসটাও খুব ভাল ছিল। অবশ্য সে যে মান তৈরি করেছে তাতে একশোর নিচে হলে সফল ধরা হয় না। কোচের দৃষ্টিকোণ থেকে সে অবদান রাখছে। ম্যাচ জেতায় অবদান রাখছে সেটা ৫০ বা ৬০ রান করেও।' 

'আমার মতে সে ত্রিশের পার হওয়ার পরও সুপার ফিট আছে। সে দলের সবচেয়ে কঠোর পরিশ্রম করা একজন। তার ভাল করার তাড়না তীব্র।'

টেস্টে নামার আগে একমাত্র নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা চারদিনের প্রস্তুতি ম্যাচে রানের আভাস দিয়েছেন কোহলি। লেস্টাশায়ারের বিপক্ষে দুই ইনিংসে করেন ৩৩ ও ৬৭ রান। এই ম্যাচেও কোহলির ব্যাটিং দেখে দ্রাবিড়ের মনে হয়েছে বড় রানের খুব কাছেই আছেন দলের সেরা ব্যাটার,  'এবং তার প্রস্তুতি নিয়ে যদি বলেন, যেভাবে সে লেস্টারে ব্যাট করেছে ওরকম কন্ডিশনে, ৫০ বা ৬০ রান করেছে আমাদের বোলারদের বিপক্ষে, বোমরাহর বিপক্ষে এতে করে বক্সে টিক চিহ্ন সবই পড়ল।'

Comments

The Daily Star  | English

History of student protests in the USA

American campuses -- home to some of the best and most prestigious universities in the world where numerous world leaders in politics and academia have spent their early years -- have a potent history of student movements that lead to drastic change

4h ago