রাশিয়ার বেলগোরোদ শহরে বিস্ফোরণে নিহত ৩

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি: বেলগোরোদের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভের টেলিগ্রাম থেকে নেওয়া

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেলগোরোদ শহরে বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন।

আজ রোববার আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

তবে তাস জানায়, এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানান, বিস্ফোরণে ১১টি অ্যাপার্টমেন্ট ভবন এবং কমপক্ষে ৩৯টি ব্যক্তিগত আবাসিক ভবন আংশিক বিধ্বস্ত হয়েছে।

এ বিস্ফোরণের পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় ইউক্রেন থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযান' শুরু করে রাশিয়া। এরপর থেকে কমপক্ষে ১২ মিলিয়ন ইউক্রেনীয় তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়েছেন।

Comments

The Daily Star  | English

Rizwana reaffirms that election will be held between December and June

"People may have many expectations, but to fulfill them, the enabling environment must be in place"

2h ago