এ বছর বাংলাদেশ বিমানে গেছে ২৯ হাজার ৯৯২ হজযাত্রী

পিআইডি ফাইল ফটো

চলতি বছরের প্রি-হজ ফ্লাইট সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান এবছর কোটা অনুযায়ী ২৯ হাজার ৯৯২ জন হজযাত্রীকে নিরাপদে সৌদি আরব পৌঁছে দিয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ জানায়, গতকাল সবশেষ প্রি-হজ ফ্লাইট বিজি-৩১৪১ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে যাত্রা করে জেদ্দা পৌঁছেছে।

প্রি-হজে ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট ও ২০টি শিডিউল ফ্লাইটসহ বিমান মোট ৮৭টি ফ্লাইট পরিচালনা করে। এ বছর বিমান নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইটের পাশাপাশি সৌদি আরবে নিয়মিত শিডিউল ফ্লাইট পরিচালনা করে।

সবগুলো ফ্লাইট সঠিক সময়ে পরিচালিত হয়েছে এবং কোনো হজ ফ্লাইট বাতিল হয়নি বলে জানায় বিমান।

এ বছর বিমানের প্রথম হজ ফ্লাইট শুরু হয় গত ৫ জুন। আগামী ১৪ জুলাই থেকে বিমানের পোস্ট-হজ ফ্লাইট শুরু হবে।

Comments

The Daily Star  | English

Pakistan summons Indian charge d'affaires after strike

26 killed in Pakistan, 8 killed in Indian Kashmir in shelling from both sides

9h ago