নিজ দলের সমর্থন হারিয়ে বরিস জনসনের পদত্যাগের সিদ্ধান্ত

আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করার ঘোষণা দেবেন। রক্ষণশীল দলের মন্ত্রী ও সংসদ সদস্যরা তার প্রতি সমর্থন প্রত্যাহার করে নেন এবং জানান, তিনি দেশ শাসনের যোগ্যতা হারিয়েছেন।
ডাউনিং স্ট্রিটের কার্যালয় থেকে বের হয়ে আসছেন বরিস জনসন। ছবি: রয়টার্স
ডাউনিং স্ট্রিটের কার্যালয় থেকে বের হয়ে আসছেন বরিস জনসন। ছবি: রয়টার্স

আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করার ঘোষণা দেবেন। রক্ষণশীল দলের মন্ত্রী ও সংসদ সদস্যরা তার প্রতি সমর্থন প্রত্যাহার করে নেন এবং জানান, তিনি দেশ শাসনের যোগ্যতা হারিয়েছেন।

ফলে বাধ্য হয়ে বরিস জনসন প্রধানমন্ত্রী ও দলের নেতার পদ ছাড়তে যাচ্ছেন।

আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, গত ২ দিনে মন্ত্রীসভার ৫০ জনেরও বেশি সদস্য পদত্যাগ করায় দল থেকে কার্যত বিচ্ছিন্ন ও ক্ষমতাহীন হয়ে পড়েন বরিস। ফলে অমোঘ পরিণতি মেনে নিয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, রক্ষণশীল দল নতুন নেতা খোঁজার আগ পর্যন্ত বরিস জনসন প্রধানমন্ত্রীর পদে থাকবেন কী না, তা এখনো নিশ্চিত নয়। দলের নতুন নির্বাচিত নেতা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।

লন্ডনের ডাউনিং স্ট্রিটের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে, তিনি শিগগির দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দেবেন।

(বিস্তারিত আসছে)

 

Comments